লক্ষ্মীপুর-৩ আসন উপনির্বাচন প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিও ভাইরাল
- Updated Nov 07 2023
- / 443 Read
লক্ষ্মীপুর প্রতিনিধি;
বসে বসে একের পর এক ব্যালট পেপারে সিল মারছে একজন ব্যক্তি। সবগুলো সিলই নৌকা প্রতীকে দিচ্ছেন তিনি। সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বিভিন্ন একাউন্ট থেকে পোস্টকৃত ৫৭ সেকেন্ডের এমনি একটি ভিডিও ভাইরাল হয়। এতে নৌকা প্রতিকের ব্যালট পেপারে ৪৩টি সিল মারেন তিনি। এনিয়ে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, নৌকা প্রতীকে সিল মারার ভিডিওটি গতকাল রোববার(৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ (সদর) শূন্য আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনের একটি ভোটকেন্দ্রের। ভোটকেন্দ্রটির নাম সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ব্যালটে নৌকা প্রতিকে সিল মারা ব্যক্তির নাম আজাদ হোসেন। তিনি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি। উপ-নির্বাচনে ওই ভোটকেন্দ্রে নৌকা প্রতিকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের বহিস্কৃত নেতা আজাদ হোসেন ভোটকেন্দ্রে বসে একটি বেঞ্চের উপর ব্যালট পেপার বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে একের পর এক নৌকা প্রতীকে সিল মারছে। এসময় অপর একজন ব্যক্তি দাঁড়িয়ে তাকে সহযোগিতা করছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ভিডিওটির শেষ প্রান্তে ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে উঠে যেতেও দেখা যায়। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, আজাদ হোসেন বর্তমানে ছাত্রলীগের কেউ না। সাংগঠনিক পরিপন্থী কার্যকলাপে সঙ্গে জড়িত থাকায় গত ৪ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে অব্যহতি দেয়। তবে বহিষ্কৃত নেতা কিভাবে নৌকার এজেন্ট হয়? এমন প্রশ্ন এড়িয়ে জান তিনি।
এ ঘটনায় নৌকা প্রতিকে বিজয়ী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকুর কোন বক্তব্য জানা সম্ভব হয় নি।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সোমবার সকাল ১০টায় নৌকা মার্কা প্রতিকের প্রার্থীকে সরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন শুরু থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এমন কোনো ভিডিও আমাদের চোখে পড়েনি এবং কেউ জানাননি। এখন যদি এমন কোন ভিডিও ভাইরাল হয়ে থাকে তাহলে নির্বাচন টাইব্যুনালে অভিযোগ করার আহবান জানান তিনি।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যাওয়ায় গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটত প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতিকের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিবা হোসেন তিন হাজার ৮৪৬ ভোট পেয়েছেন। এছাড়াও জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ২ হাজার ১'শ ২৬ ভোট পেয়ে তৃতীয় হন ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম) প্রতীক নিয়ে ৫'শ ১৩ ভোট পেয়ে চতুর্থ হন। তবে নির্বাচনে জালভোট, কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগ তুলে রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টি ও জাকের পার্টির দুই প্রার্থী। এসময় তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত